দুই দশক পর জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকালে ৫টায় পুনট উচ্চ বিদ্যালয় মাঠে কবুতর উড়িয়ে ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। পুনট ইউনিয়ন বিএনপির আয়োজন কাউন্সিলে সভাপতিত্ব করেন পুনট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান সরকার।
ত্রি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্ডল।
ছবি : মো. মোকাররম হোসাইন
কাউন্সিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম বকুল, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ শুভ্র, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলী, সাধারণ সম্পাদক জাহেদা কামালসহ উপজেলার ৫টি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনুর ইসলাম।
বক্তব্য শেষে পুনট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের ঐক্যমত্যের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য আনিছুর রহমান সরকারকে সভাপতি, শাহিনুর ইসলামকে সাধারণ সম্পাদক এবং আব্দুল হান্নানকে সাংগঠনিক সম্পাদক করে পুনট ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দলকে সুসংগঠিত করছি এবং জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছি। কালাই উপজেলা বিএনপির উর্বর ভূমি। বিগত ১৭ বছর দলীয় নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছেন। দলের জেলা-উপজেলা, পৌরসভা এমনকি ইউনিয়ন কমিটিও করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। দীর্ঘদিন পর কালাইয়ের পুনট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল আজ অনুষ্ঠিত হলো। এতে দলীয় নেতাকর্মীরাও খুশি হয়েছে।