বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে মতলব উত্তরে সুজাতপুর বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকালে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র অধ্যাপক তানভীর হুদার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভ মিছিলটি সুজাতপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ১০তলা মোড়ে অবস্থিত স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে অধ্যাপক তানভীর হুদা বলেন, জনগণের ভালোবাসায় পরিপূর্ণ ও জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ ও সরকার দলীয়রা লাগাতার মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছে। তারা জানে তারেক রহমানই ভবিষ্যতের বাংলাদেশ। এই অপপ্রচার মূলত বিএনপিকে দমিয়ে রাখার একটি ঘৃণ্য কৌশল।
“কিন্তু আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি— তারেক রহমান ও বিএনপিকে নিয়ে কোনো ধরনের অপপ্রচার বরদাশত করা হবে না। যারা এসব অপচেষ্টা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আগামী দিনে জনগণই এর উপযুক্ত জবাব দেবে।”
এসময় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই একমাত্র বিকল্প শক্তি। সরকার নানা ষড়যন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু জনগণ এখন জেগে উঠেছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার, চাঁদপুর জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, কানাডা বিএনপি সাধারণ সম্পাদক নবির হোসেন নবি, জেলা বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজী, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন প্রধান, ছেংগারচর পৌর বিএনপির জাহাঙ্গীর মোল্ল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ফরাজি, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাঝহারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্ণা বেগম, ছেংগারচর পৌর মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগম, জেলা যুবদলের সহশ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, যুবদল নেতা বিল্লাল হোসেন প্রধান, হালিম সরকার রিংকু, হাসানুল কিবরিয়া তপন প্রমুখ।
কেকে/এজে