পাবনার ভাঙ্গুড়ায় বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সাদ মোহাম্মদ সাব্বির (১৫) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৬টার দিকে পাবনা সিএনজি স্ট্যান্ড থেকে নিখোঁজ হয়। শনিবার সকালে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ সাব্বির উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে। সে পাবনার দারুল হাদিস মাদ্রাসার শিক্ষার্থী।
নিখোঁজ হওয়া সাব্বিরের বাবা সাইদুর রহমান বলেন, শুক্রবার বিকাল ৪টায় বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। কিন্তু সে মাদ্রাসায় যায়নি। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও সাব্বিরের কোনো সন্ধান মেলেনি। ছেলেকে আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজে পাওয়া না যাওয়ায় মাইকিং করা হচ্ছে। ছেলের সন্ধান পেতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
কেকে/এএম