জুলাই ২৪ গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্টদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি প্রশাসন ভবনসংলগ্ন মাঠে একটি করে ফলদ গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ-সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণঅভ্যুত্থানের চেতনাকে ‘সবুজ ভবিষ্যৎ’-এর সঙ্গে যুক্ত করার বার্তা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্টদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং ডিপ্লোম্যাট ওয়ার্ল্ডের নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন, গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, রেজিস্ট্রার এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত দর্শকবৃন্দকে আবিষ্ট করে তোলে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি ডকুমেন্টারি এবং গাকৃবির ইতিহাস-ঐতিহ্য ও সাফল্যের ওপর ডকুমেন্টারির প্রদর্শনী।
কেকে/এএস