নাটোরের সিংড়া থেকে ৮টি টিয়া পাখি উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে পৌর শহরের মাদারিপুর মহল্লা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মাদারীপুর মহল্লায় হুজাইফা নামের এক ব্যক্তির কবুতর খামারে অভিযান পরিচালনা করে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
অভিযানে সেখান থেকে ৮টি টিয়া পাখি উদ্ধার করেন তারা। পরে পাখিগুলোকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়। অভিযানের আগেই পাখি ব্যবসায়ী হুজাইফা পালিয়ে যায়। তবে তার বাবা আব্দুল খালেক আর কোনো দিন খামারে দেশীয় পাখি রাখা হবে না মর্মে মুচলেকা দেন।
অভিযানে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামসহ স্থানীয় পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এএস