হয়রানিমুক্ত সহজ, দ্রুত ও গুণগত শিক্ষার্থী সেবায় সমন্বিত উদ্যোগই সাফল্যের চাবিকাঠি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ’ বিষয়ক কর্মশালার সুপারিশসমূহ বাস্তবায়নে কৌশল নির্ধারণের লক্ষ্যে এক সমন্বয় সভায় বাউবি উপাচার্য এ কথা বলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভাপতির বক্তব্যে উপাচার্য আরো বলেন, একজন বাস্তবায়নকারী কর্মকর্তা যদি সময়মতো দায়িত্ব পালন না করেন, তাহলে শিক্ষার্থী সেবার মানোন্নয়ন সম্ভব নয়। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে শিক্ষার্থী ও অভিভাবকগণ কোনো ধরনের হয়রানির শিকার না হন। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি সংশ্লিষ্ট স্কুল, বিভাগ, দপ্তর ও আঞ্চলিক কেন্দ্রসমূহকে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমন্বিতভাবে শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও গুণগতমান নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস।
সভায় শিক্ষার্থী সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী চারটি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে শিক্ষার্থী সেবা ও কাজের গুণগতমান মূল্যায়ন করে খুলনা আঞ্চলিক কেন্দ্রকে প্রথম পুরস্কার এবং রংপুর, বরিশাল ও সিলেট আঞ্চলিক কেন্দ্রকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম খুলনা আঞ্চলিক কেন্দ্রের পুরস্কার এসএসএস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আবু তালেবের কাছে এবং রংপুর আঞ্চলিক কেন্দ্রের পুরস্কার আঞ্চলিক পরিচালক জনাব আবু হাফিজ মো. ফজলে নিজামী এর নিকট তুলে দেন।
সভা পরিচালনা করেন, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। তিনি রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালাসমূহে প্রাপ্ত সুপারিশ ও সমস্যা চিহ্নিত করে তা সভায় উপস্থাপন করেন ও সভায় বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে বিভিন্ন স্কুল ও বিভাগকে দায়িত্ব প্রদান করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালকবৃন্দ, এসএসএস বিভাগের পরিচালক ও যুগ্ম পরিচালকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক ও যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রকবৃন্দ, প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের (পিপিডি) পরিচালক ও যুগ্ম পরিচালকবৃন্দ, আইসিটি বিভাগের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ, ইঞ্জিনিয়ারিং ও এস্টেট বিভাগের কর্মকর্তাগণ এবং বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের পরিচালকগণ সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
কেকে/এএস