চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) একটি সড়কের গাছ কেটে বিক্রি করে দেওয়া পশ্চিম ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন উর রশীদকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের কার্যালয়ে এসে এ ধরণের গর্হিত কাজ আগামীতে করবেন না মর্মে তাকে মু্চলেকা দেওয়া হয়।
পরে তাকে সরকারী গাছ কর্তনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রামমান আদালত। এসময় কর্তনকৃত ৪০টি ইউক্যালিপ্টাস ও আকাশমনি গাছ নিজ খরচে উপজেলা প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) জমা দেওয়ার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে, গত ৪ ও ৫ জুলাই দুইদিন দিনদুপুরে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কোনো লিখিত অনুমোদন না নিয়ে ফটিকছড়ি-হেঁয়াকো প্রধান সড়ক হতে হালদা ভ্যালি চা-বাগান সংযোগ সড়কের পাশে থাকা সরকারি গাছ কর্তন করে বিক্রি করে দেন প্রধান শিক্ষক মো. হারুন উর রশীদ। কর্তনকৃত গাছগুলো স্থানীয় কাঠ ব্যবসায়ী ‘পালসার নাছির’ নামে এক ব্যক্তির কাছে মোটা অংকের বিনিময়ে বিক্রি করে দেন তিনি। পরে গাছ বিক্রির সে অর্থ তার ছয় ভাই-বোনের কাছে ভাগ-বাটোয়ারা করে নেন।
এ বিষয়ে ৬ জুলাই একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করে।
সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, সরকারী গাছ কর্তনের দায়ে প্রধান শিক্ষককে জরিমানা ও মু্চলেকা নেওয়া হয়েছে। কর্তনকৃত ইউক্যালিপ্টাস ও আকাশমনি গাছগুলো নিজ খরচে উপজেলা প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কেকে/এজে