খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আব্দুল করিম প্রকাশ করিম হুজুর নামে এক সার ও কিটনাশক ব্যববসায়ীর বাড়িতে অগ্নি কন্ডের ঘটনা ঘটেছে। এতে বসত ঘরসহ ৩টি ঘর সম্পুর্ণ পুড়ে গেছে।
রোববার (১৩ জুলাই) রাত পোনে ১০ টার দিকে উপজেলার বর্ণাল ইউপির ১নং ওয়ার্ড মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘটে।
করিম স্থানীয় মৃত নুরুজ্জামানের ছেলে ও সাবেক ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়,স্টাবলাইজার বিষ্পোরিত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এলাকার ৩২ কিমির মধ্যে কোন ফায়ার সার্ভিস না থাকা আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে ৩টি ঘর সম্পুর্ণ পুড়ে যায়। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সঠিক ভাবে নিরোপন করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ৭/৮ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ইউনিটে দায়িত্বরত কর্মকর্তা সফিকুল আলম (লিডার) জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। কেউ ম্যাসেস না দেওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনার বিষয় কিছু বলতে পারেননি।
কেকে/এআর