এসএসসি পরীক্ষা ২০২৫-এ অংশ নিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লাখাই উপজেলা প্রতিনিধি মহসিন সাদেক ও সহকারী শিক্ষিকা মোছা. নাজমা বেগম দম্পতির জ্যেষ্ঠ পুত্র মো. সালমান সাদিক। তার বাড়ি লাখাই উপজেলার পূর্ববুল্লা গ্রামে।
সিলেট বোর্ডের অধীনে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সালমান সাদিক।
কাঙ্ক্ষিত ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তার বাবা ও মা। সেই সাথে বিদ্যালয়ের শ্রেণি শিক্ষকসহ সকল শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী সালমান সাদিক সকলের কাছে দোয়া চেয়েছেন।