চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে সেনেরহুদা গ্রামের কানাপুকুরে এ ঘটনা ঘটে। মৃত আরিফুল ইসলাম আরিফ জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার আইজেল আলীর ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সুত্র জানা যায়, আরিফুল ইসলাম আরিফ শুক্রবার দুপুরে বাড়ির পাশে কানাপুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তিনি পুকুরের মাঝখানে একটা বড়ো মরা মাছ ভেসে থাকতে দেখেন। এ সময় আরিফুল ইসলাম পুকুরের মাঝখানে মরা মাছটা আনতে গিয়ে সাতার না জানায় পানিতে ডুবে যান। পরবর্তী অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যাচ্ছে না দেখে স্থানীয়রা জীবননগর ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুরের তলদেশ থেকে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ এমএস