টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও একই পথে হাঁটল বাংলাদেশ। কুশল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কার তাণ্ডবে বল হাতে লড়াই করার সুযোগও পেলো না টাইগাররা। ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল শ্রীলঙ্কা। মেন্ডিসের ৫১ বলে ৭৩ রান ও নিসাঙ্কার ১৬ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আসালঙ্কার দল।
বৃহস্পতিবার (১০ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালঙ্কা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পর ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান।
প্রথমে কোনো উইকেট না হারিয়ে ৪.৫ বলে বাংলাদেশ করে ফেলে ৪৬ রান। তারপর থেকে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। শুরুর দিকে ব্যাটিং দেখে মনে হচ্ছিল ২০০ রানের লক্ষ্যে নিয়ে ব্যাট করছে টাইগাররা। তবে না সেই পুরোনো রোগে আজও আক্রান্ত হয়ে পড়ে বাংলাদেশ।
দলীয় ৪৬ রানে প্রথম উইকেট, ৬৫ রানে দ্বিতীয় উইকেট, ৬৭ রানে তৃতীয় ও ৮৯ রানের মধ্যেই হারিয়ে ফেলেন চতুর্থ উইকেট। তারপর থেকে ধীরে ধীরে রানের চাকা কমতে শুর করে বাংলাদেশের।
ব্যাটিংয়ে নেমে এদিনও ব্যর্থ ছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ১১ বল খেলে টেস্টের গতিতে সংগ্রহ করেন মাত্র ৬ রান। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও নাঈম শেখের জুটিতে টেনেটুনে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাট হাতে ২২ বলে ৩৬ রান করেন পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম ১৭ বলে ১৬ রান, তাওহিদ হৃদয় ১৩ বলে ১০, মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ২৯ রান, নাঈম শেখ ২৯ বলে ৩২ রান ও শামীম হোসেন পাটোয়ারী ৫ বলে ১৪ রান।