চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন নাচোল উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে উপস্থিত সবাই আদিবাসী অধ্যুষিত বরেন্দ্রভূমিকে এগিয়ে নিতে সরকারের কাছে উপস্থাপনের জন্য সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেন।
কৃষি নির্ভর খাদ্য উদ্বৃত্ত নাচোলে কৃষিপণ্য উৎপন্ন বিপণন ও ন্যায্যমূল্য পাওয়ার জন্য ইউএনও’র সহযোগিতা কামনা করেন।
কেকে/এএস