টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে কুমিল্লা, ফেনী ও নোয়াখালী বিভিন্ন এলাকায় বাড়ছে পানি। এ কারণে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি স্থগিত করা হয়েছে।
এছাড়াও এইচএসসির সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। কারিগরি বোর্ডের বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) রাত ১০টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা।
বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন বলেন, আগামীকালের পরীক্ষা বন্ধ করা হয়েছে। পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আগামীকাল পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার সারাদিন অবলোকনের পর বন্যা পরিস্থিতির উন্নতির খবর না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কেকে/ এমএস