ফরিদপুরের সালথায় সাদ্দাম হোসেন (২১) নামে এক গরু চোরকে ধরে পুলিশের হাতে দিয়েছে জনতা।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া এলাকা থেকে একটি গরুসহ তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। সাদ্দাম ওই গ্রামের শওকত মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নারানদিয়া গ্রামের ওয়াদুদ মাতুব্বরের বাড়িতে গরু চুরি করতে গেলে স্থানীয় জনতা একটি গরুসহ সাদ্দামকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে সালথা থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এ সময় বাকি চোররা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। সে একজন পেশাদার গরু চোর বলে স্থানীয়দের দাবি।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতার সহায়তায় মঙ্গলবার রাতে নারানদিয়া এলাকা থেকে একটি গরুসহ সাদ্দাম নামে এক চোরকে আটক করা হয়। তাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।
কেকে/এএস