বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ২০২৫ সালের এই অর্জন এক ঐতিহাসিক মাইলফলক! বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে ২০২৬ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে।
গতকাল স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে উঠে আসে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার অসাধারণ দুই গোল এনে দেয় জয়। আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের ড্র নিশ্চিত করে বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠা এক ম্যাচ হাতে রেখেই।
নারী এশিয়ান কাপ শুরু হয়েছিল ১৯৭৫ সালে। এখন পর্যন্ত ২২টি দেশ এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। বাংলাদেশ ২৩তম দেশ হিসেবে নাম লেখাল চূড়ান্ত পর্বে।
২০২৬ সালে অনুষ্ঠেয় আসর হবে অস্ট্রেলিয়ায়, যেখানে এখন পর্যন্ত পাঁচটি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাংলাদেশ সেই পাঁচ দলের একটি।
২০২৬ নারী এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার তিনটি শহরে পাঁচটি ভেন্যুতে—সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, গোল্ড কোস্ট স্টেডিয়াম, পার্থের রেকটাঙ্গুলার ও পার্থ স্টেডিয়ামে।
ম্যাচগুলো চলবে ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ কোন গ্রুপে এবং কার বিপক্ষে খেলবে, তা নির্ধারিত হবে ২৯ জুলাই অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে অনুষ্ঠিতব্য ড্রয়ের মাধ্যমে। ১২ দলের এই টুর্নামেন্টে স্বাগতিক অস্ট্রেলিয়া থাকবে ‘এ’ গ্রুপে। বাকি ১১ দল ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি পটে ভাগ হয়ে ড্রতে অংশ নেবে। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ থাকবে শেষ পটে, অর্থাৎ কঠিন প্রতিপক্ষের সঙ্গেই পড়তে পারে তাদের লড়াই।
কেকে/এএম