বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলেছেন।
শনিবার (২৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নেমে তিনি দেশের হয়ে ৩২তম ক্রিকেটার হিসেবে এ মাইলফলকে পৌঁছালেন।
২০১৮ সালের সেপ্টেম্বরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল বাঁ-হাতি এই ব্যাটারের। অভিষেক থেকে এ পর্যন্ত ৪৯ ম্যাচের ৪৮ ইনিংসে করেছেন ১,৫৬৫ রান। গড় ৩৪.৭৭, রয়েছে ৩টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি।
আয়ারল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি সেঞ্চুরির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইনিংসটি ছিল ২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে। যেখানে তিনি খেলেছিলেন অপরাজিত ১২২ রান। তার এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয়।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শান্তর আগে আরো ৩১ জন ক্রিকেটার খেলেছেন ৫০ বা তার বেশি ম্যাচ। দেশের হয়ে সর্বোচ্চ ২৭৪ ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। তিনি সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন।
কেকে/এএম