মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অত্র ইউনিয়নের ১০০ জন উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এপ্রিল, মে ও জুন এ ৩ মাসের জন্য প্রতিজন উপকারভোগীর মাঝে ৯০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান, ২নং ওয়ার্ডের সদস্য বাবু হাওলাদার, ৫নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার মোল্লা ও সংরক্ষিত ইউপি সদস্য রিনা বেগম প্রমুখ।
কেকে/এএস