শ্রীমঙ্গলে দেড় কোটি টাকা মূল্যের খাস ভূমি উদ্ধার
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৪৪ পিএম

ছবি: প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ দখলে থাকা সরকারি খাস ভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত ভূমির আনুমানিক মূল্য ১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা।
সোমবার (২৩ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া মৌজার ১নং খাস খতিয়ানের টিলাবাড়ি শ্রেণির ৭.০৬০০ একর এবং মির্জাপুর ইউনিয়নের বৌলাশির মৌজার ১নং খাস খতিয়ানের ০.৩৫০০ একর ভূমি উদ্ধার করা হয়। পরে সেখানে সরকারি মালিকানা সাইনবোর্ড লাগানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সরকারি ভূমি উদ্ধার অভিযানে অংশ নেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমরা গতকাল উপজেলার সিন্দুরখান ও মির্জাপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় দেড় কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে। এর আগেও আমরা বিভিন্ন এলাকা থেকে সরকারি খাস জমি অবৈধ দখলদারদের থেকে মুক্ত করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এজে