চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজু আহমেদ (২১) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের কুদ্দুস আলীর আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, রাজু নাচোলের শ্রীরামপুর গ্রামের মোতালেব আলীর ছেলে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, পেশায় রাজু অনিয়মিত ভ্যানচালক। রোববার (২৩ জুন) সকালে বাড়ি থেকে চার্জার ভ্যান নিয়ে রাস্তায় বের হয় রাজু। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। তার মাসহ স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে।
সোমবার সকালে ফতেপুর ইউপির পারিলা গ্রামের আব্দুল কুদ্দুসের আমবাগানের রাস্তার ধারে ওই যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। লাশ উদ্ধারের খবর পেয়ে নিহত রাজুর স্বজনরা থানায় উপস্থিত হয়ে রাজুর লাশ শনাক্ত করে।
পুলিশ রাজুর ভাড়ায় চালিত ভ্যানটি ছিনতায়ের উদ্দেশ্যে তাক হত্যা করতে পারে বলে প্রথমিক ধারনা করছেন। এ ব্যাপারে নাচোল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কেকে/এএম