ফরিদপুরের সালথায় ২ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ এবং ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।
এ সময় উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া, অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিমসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ১ হাজার ৩০০ নারিকেলের চারা বিতরণ করা হয়।
কেকে/এএস