বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাটের আয়োজনে ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের হল রুমে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন প্রধান ও একে এম আর টি ডিসিপ্লিন বিভাগের প্রধান, অধ্যাপক ড. মো. গোলাম সরোয়ার।
চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
আরো উপস্থিত ছিলেন লোনাপানি কেন্দ্র পাইকগাছা খুলনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লতিফুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ মেরিন বায়ো সাইন্সের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান ও সিনিয়র পরিচালকের প্রতিনিধি মো. মনিরুল মামুন।
এ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, মৎস্য চাষি ও উদ্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ মৎস্য গবেষণা ইনিষ্টিটিউটের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কেকে/এএম