শনিবার, ২৮ জুন ২০২৫,
১৪ আষাঢ় ১৪৩২
বাংলা English

শনিবার, ২৮ জুন ২০২৫
শিরোনাম: ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ      যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা      ফের আলোচনায় স্থানীয় নির্বাচন       ৫ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত : ডা. শফিকুর রহমান       সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব : ড. ইউনূস      পরীক্ষা দিতে না পারা সেই শিক্ষার্থীর বিষয়ে ‘বিবেচনা’ করছে সরকার      গাজায় ইহুদিবাদী ইসরায়েলি হামলায় আরো ৭১ জন নিহত      
জাতীয়
ডিসি আশরাফকাণ্ডে সেই নারীর পরিচয় মিলল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ১২:০৯ পিএম আপডেট: ২২.০৬.২০২৫ ৫:১৩ পিএম
ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন। ছবি : সংগৃহীত

ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘনিষ্ঠ ভিডিও ও ছবি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা নারীর পরিচয় প্রকাশ পাওয়ার পর ঘটনাটি নাটকীয় মোড় নিয়েছে। দুজনের পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে চলছে তীব্র বিতর্ক।

শুক্রবার (২০ জুন) সকাল থেকে ঘটনার সূত্রপাত। ফেসবুক ও টেলিগ্রামে জেলা প্রশাসকের সঙ্গে ওই নারীর একটি ঘনিষ্ঠ ভিডিও ও কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ওই নারী (৩৬) টাঙ্গাইল সদরের বাসিন্দা এবং ডিসি আশরাফের শ্যালক মাজহারুল ইসলাম সংগ্রামের সাবেক স্ত্রী। ডিসির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরেই স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়।

ওই নারী বলেন, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে ডিসি আশরাফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছেন।

কিন্তু এখন বিয়ের কথা বললে তিনি আমাকে বাজে গালিগালাজ করছে এবং মেরে ফেলার হুমকিও দিচ্ছে। তিনি আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন।

অন্যদিকে শনিবার রাতে একটি গণমাধ্যমকে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, সম্পর্কটি ছিল পারিবারিক ঘনিষ্ঠতার সূত্র ধরে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওই নারী তাকে ফাঁদে ফেলে ঘুমের ওষুধ খাইয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর তিনি একাধিকবার অর্থ দাবি করেন এবং না দিলে ভিডিও ফাঁসের হুমকি দেন।

তিনি আরো বলেন, প্রতি মাসে তাকে টাকা দিতে হয়েছে। ব্যাংকের মাধ্যমে দেওয়া সেই টাকার প্রমাণ আমার কাছে রয়েছে। এমনকি তিনি আমার স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে চাপ দেন।

প্রসঙ্গত, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে নিউরো-ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক হিসেবে কাজ করেছেন।

এ দিকে বিতর্কিত এ জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে বদলি পূর্বক পদায়ন করা হলো।

কেকে/এএস

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
দেশের সর্বপ্রথম জাতীয় ও ছয়লেনের এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে দগ্ধ শিশু, ১৩ দিন পর মৃত্যু
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সব পদে মাসুদ-পন্টি প্যানেলের জয়

সর্বাধিক পঠিত

ই-অরেঞ্জ কেলেঙ্কারির মূলহোতা আমান উল্লাহ চৌধুরী গ্রেফতার
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২
লালমনিরহাটে শাখা-সিঁদুর পরে রথযাত্রায় প্রবেশ, আটক ৫ নারী
নিয়ামতপুরে জগন্নাথ দেবের রথযাত্রা
ঢোলভাঙ্গা নদী খুব দ্রুত খনন করা হবে : ফেরদৌস আরা

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close