ডেমোক্র্যাট দলীয় মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইরানের ওপর ট্রাম্পের হামলা ‘চরম অসাংবিধানিক’। তিনি ইরানের ওপর হামলার প্রতিবাদ করে নিন্দা করেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ জুন) তুলসা শহরের একটি অনুষ্ঠানে জনতাকে ইরানের ওপর মার্কিন হামলার কথা জানান সিনেটর স্যান্ডার্স। এ ঘটনার একটি ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, ইরানের ওপর মার্কিনি হামলার খবর জানান সিনেটর স্যান্ডার্স। এ সময় সামনে থাকা জনতা ক্ষোভে ফেটে পড়ে। চিৎকার করে তাদেরকে বলতে শোনা গেছে, ‘আর যুদ্ধ নয়’।
তাদের সাথে একমত পোষণ করে স্যান্ডার্স বলেন, আপনাদের সাথে আমিও একমত। যে খবরটি আমরা শুনেছি তা কেবল উদ্বেগজনকই নয়, আপনারা সকলেই শুনেছেন, এটি অত্যন্ত অসাংবিধানিক।
তিনি আরো বলেন, আপনারা সকলেই এখন বুঝতে পারছেন, এই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে একমাত্র মার্কিন কংগ্রেস। প্রেসিডেন্টের এমন হামলা করার কোনও অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
কেকে/এআর