ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সন্ত্রাসী ইসরায়েল যদি ইরানে আক্রমণ চালিয়ে যায় তবে ইরান আরো ভয়াবহ জবাব দেবে।
শুক্রবার (২০ জুন) ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
পেজেশকিয়ান বলেন, ‘সংঘাতের অবসানের একমাত্র উপায় হলো ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা। বর্তমান পরিস্থিতিতে, স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব হবে যদি ইহুদিবাদী শত্রু তার শত্রুতা বন্ধ করে।’
তিনি আরো বলেন, ‘আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছি এবং তার (ইসরায়েল) সন্ত্রাসী উসকানি বন্ধ করার দৃঢ় নিশ্চয়তা দিচ্ছি।’ পেজেশকিয়ান সতর্ক করে দিয়ে বলেন, ‘হামলা বন্ধ করতে ব্যর্থ হলে ইরানের পক্ষ থেকে আরো জোরালো এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখানো হবে।’
গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত আগ্রাসন শুরু করে। পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় শহিদ হন ইরানের বহু সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট তখনই পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালেও ইরান এখনো তাদের নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেনি।
কেকে/এএস