পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুটি সারের দোকানে অবৈধভাবে সার মজুদের ঘটনায় কয়েক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে৷
এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে তেঁতুলিয়া কৃষি অফিসের কৃষি উপ-সহকারী কর্মকর্তা ইলিয়াস ফারুক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আজাদ হোসাইনসহ সংশ্লিষ্টরা গেলে তারা কোন ব্যবস্থা না নিয়ে ফিরে যান বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
জানা যায়, উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ বাজারে সেলিম হোসেন ও রবিউল ইসলাম নামে দুই ব্যবসায়ী তাদের সারের দোকানে সামনে বিক্রির উদ্যেশে একটি ট্রাক থেকে সার আনলোড করে গুদামে মজুদ করতে ছিলেন । এমসয় ঘটনাস্থলে উপস্থিত হয় কৃষি উপ-সহকারী কর্মকর্তা ইলিয়াস ফারুক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আজাদ হোসাইনসহ সংশ্লিষ্টরা। ঘটনার সত্যাতা পেয়ে ব্যবসায়ীদের লাইন্সেরসহ বিভিন্ন কাগজপত্র দেখাতে বললে ব্যবসায়ীরা তা দেখাতে ব্যর্থ হয়৷ পরে তারা কোন ব্যবস্থা না নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে অফিসে ফিরে যান৷
এদিকে ঘটনার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও উপজেলা কৃষি অফিস কোন ব্যবস্থা না নেয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কৃষি অফিস ও দায়িত্বপ্রাপ্তরা জড়িত আছে কিনা সে বিষয়ে ক্ষতিয়ে দেখার দাবী জানান তারা৷ এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় গনমাধ্যমকর্মীরা গেলে তাদের উপর চড়াও হয় ব্যবসায়ী ও তাদের লোকজনরা৷
এ বিষয়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা ইলিয়াস ফারুক ঘটনাস্থলে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি ওখানেই আছি। তারা সার কিটনাশক বিক্রি করেন। তাদের একজনের খুচরা ডিলারের লাইন্সেন আছে, একজনের নাই৷
গণমাধ্যম কর্মীরা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে ব্যবসায়ী ও তাদের লোকজন তাদের উপর চড়াও হন।
এ বিষয়ে তেঁতুলিয়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, বিষয়টি শোনার পরপরই আমি কৃষি অফিসকে অবগত করেছি।
এদিকে তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসের তামান্না ফেরদৌসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
কেকে/ এমএস