ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা-২ বামনা, পাথরঘাটা ও বেতাগী আসনের প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূল নেতা কর্মীদের মতামত গ্রহণ উপলক্ষ্যে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ইসলামী আন্দোলন বরগুনা -২ আসেনর (বামনা পাথরঘাটা ও বেতাগী) সমর্থকদের একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মিজানুর রহমান কাসেমী সভাপতি বাংলাদেশ ইসলামি আন্দোলন বরগুনা জেলা ও আহ্বায়ক ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি বরগুনা জেলা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা. এ বি এম জাকারিয়া কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ইসলামি আন্দোলন বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাও. সিরাজুল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ইসলামী আন্দোলন বাংলাদেশ, মা. মো. আল আমিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সার্বিক দায়িত্বে ছিলেন সভাপতি হাজী মোহাম্মদ আবদুস সোবাহান খান, সেক্রেটারি মাওলানা মো. ইসমাইল হোসেন জিহাদী বাংলাদেশ ইসলামী আন্দোলন বামনা উপজেলা শাখা, সভাপতি উপাধ্যাক্ষ মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ, সেক্রেটারি মা. মোহাম্মদ আলাউদ্দিন বাংলাদেশ ইসলামী আন্দোলন বেতাগী উপজেলা শাখা, সভাপতি ডঃ এম এস সোহাগ বাদশা, সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাও. মুনিরুল ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন পাথরঘাটা উপজেলা শাখা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মা. মো. আব্দুস শাকুর সেক্রটারী বাংলাদেশ ইসলামী আন্দোলন বরগুনা জেলা ও সদস্য সচিব ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি বরগুনা জেলা।
কেকে/এআর