শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৭:৩৫ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৬ জুন) বেলা দেড়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া (২০) হবিগঞ্জ জেলার নবিগঞ্জ থানার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের স্থায়ী বাসিন্দা লুফকা মিয়ার একমাত্র ছেলে। বর্তমানে শামীম মিয়া আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে তার নানা বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকালে শামীমসহ অন্যান্য নির্মাণ শ্রমিকরা আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামের প্রবাসী সিরাজ মিয়ার নির্মাণাধীন বাড়ির ওপরের ট্রাকচার (টিন স্থাপন) করার সময় অসতর্কতাবশত বাড়িঘেষা বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎিসকরা শামীমকে মৃত্যু ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কিশোর পোদ্দার সম্রাট বলেন, বেলা ২টা ৫০ মিনিটের দিকে বিদ্যুতায়িত একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা তাকে মৃত্যু ঘোষণা করি। হাসপাতাল আসার আগেই তার মৃত্যু হয়।

ঠিকাদার হেলাল মিয়া বলেন, শামীম মিয়াকে অন্য একজেন শ্রমিকের পরিবর্তে আজ প্রথম নির্মাণ শ্রমিকের সাথে যোগালি হিসেবে নেওয়া হয়েছিল। আমি সকাল ১০টার দিকে আমার মোটর সাইকেলযোগে তাকে কাজের স্থলে নিয়ে আসি। দুপুরে আমি শ্রমিকদের নাশতা আনার জন্য বাইরে আসার পর এ দুর্ঘটনা ঘটে। তার অসতর্কতাবশত এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এ বিষয়ে নিহতের আপন খালাতো ভাই, শাহাদত মিয়া বলেন, খুবই দরিদ্র পরিবারে শামীমের জন্ম। সে তার বাবা-মায়ের একমাত্র পুত্রসন্তান। দুই বোনের মাঝে সে মেজো। নির্মাণ শ্রমিকসহ যখন যে কাজ পেত সে সেই কাজ করে তার দরিদ্র পরিবারকে চলত। তার মা দুরা রোগে আক্রান্ত, মানুষের বাড়িতে কাজ করে চিকিৎসা চালান। আমরা এ ঘটনায় দায়ীদের উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণ চাই।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি মো আমিনুল ইসলাম দৈনিক খোলা কাগজকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর শুনে পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পাংশায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৪
ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে ডিআইইউতে সেমিনার
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
বিএনপি ক্ষমতার রাজনীতি করে না: চন্দন

সর্বাধিক পঠিত

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র
শালিখায় বাড়ছে পাটকাঠির কদর

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close