মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে গত ৩১ মে ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী ও একাধিক ডাকাতি মামলার আসামি হাবিবুর রহমান ওরফে পাগলা (৩৬) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের আরো এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত লাউয়াছড়া সড়কে ডাকাতির ঘটনায় মোট ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, বুধবার (১১ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র্যাবের সহায়তায় ডাকাত হাবিবুর রহমান পাগলাকে গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান পাগলা শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।
জানা যায়, গত ৩১ মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে। মামলা রুজুর পর এই ঘটনায় এর আগে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার এবং লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, লাউয়াছড়ায় ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী হাবিবুর রহমান পাগলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গত ৩১ মে রাতে ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। থানা রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে।
কেকে/এএস