শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
দেশজুড়ে
নান্দনিকতা ও পাখিদের খাদ্য চিন্তায় রেখে গাছ রোপণ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৬:৪৯ পিএম

বাগানবিলাশ, কাঠগোলাপ, তেঁতুলসহ বিভিন্ন রকমের ফলদ ও ফুল গাছ রোপণের কর্মসূচি পালন করেছে ‘মহারাজপুর এডুকেটেড সোসাইটি’ নামে একটি সংগঠন।

সোমবার (৯ জুনব) সকাল ১০টা থেকে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সদস্য ইসলামী ব্যাংক বাংলাদেশের বনগ্রাম বাজার এজেন্ট স্বত্বাধিকারী মো. আবু নাঈম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন ও পাখিদের খাদ্য ব্যবস্থাসহ মাল্টি উপযোগিতার কথা চিন্তা করে তারা গাছ নির্বাচন করেছেন।

তিনি বলেন, মহারাজপুর এডুকেটেড সোসাইটি একটু ব্যতিক্রম প্লাটফর্ম। এটি আসলে সংগঠনও বলা যায় না। সংগঠন থাকলে সেখানে কমিটি থাকে, পদ-পদবি থাকে। আমাদের তেমন কিছু নেই। সবাই সাধারণ সদস্য। ইউনিয়নের ন্যূনতম স্নাতক পাশ এবং ইতিবাচক চিন্তা ধারণ করা মানুষদের একত্রিত হওয়ার জায়গা এটি। কোনো ফান্ডিং বা চাঁদা নেই এখানে। আলোচনা সাপেক্ষ একেকটি ভালো কর্মসূচি গ্রহণ করা হয়। সম্ভাব্য খরচ আলোচনা করা হয় সদস্যদের মধ্য থেকে সাধ্য অনুযায়ী কন্ট্রিবিউট করে কাজটি সম্পন্ন করা হয়। প্রতি উদ্যোগের হিসাব সঙ্গে সঙ্গে শেষ করে দেওয়া হয়।

সংগঠনের আরেক সদস্য সরকারি গোপালগঞ্জ কলেজের ইংরেজি প্রভাষক ইনামুল মিয়া বলেন, আমরা যারা গ্রামীণ সমাজের শিক্ষিত শ্রেণি আছি তারা অধিকাংশই বিচ্ছিন্ন। ইচ্ছে থাকলেও অনেক ভালো কাজ করা হয়ে ওঠে না। এ ছাড়া ভিলেজ পলিটিক্সের ফ্যাঁকড়া তো আছেই। সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগানোর জন্য মহারাজপুর এডুকেটেড সোসাইটি একটি ভালো স্থান।’

সোমবার সকালে গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামকৃষ্ণপুর ঈদগাহে গাছগুলো রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুজাহিদ হোসেন, অগ্রণী ব্যাংকের মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ এর বনগ্রাম বাজার এজেন্ট স্বত্বাধিকারী মো. আবু নাঈম, সরকারি গোপালগঞ্জ কলেজের ইংরেজি প্রভাষক ইনামুল মিয়া, ইঞ্জিনিয়ার রাহাদ রবি, মহারাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও সাংবাদিক হুসাইন আহমেদ কবির, গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।

কেকে/এএম

আরও সংবাদ   বিষয়:  মহারাজপুর এডুকেটেড সোসাইটি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close