প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চলমান লন্ডন সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সরকারি সূত্রে জানা গেছে।
চার দিনের সরকারি সফরে সোমবার (১০ জুন) যুক্তরাজ্যে পৌঁছেছেন ড. ইউনূস। সফরের সময় তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে কিনা—তা নিয়ে রাজনৈতিক মহলে আগে থেকেই নানা গুঞ্জন চলছিল।
বিএনপি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই বৈঠকটি সৌজন্যমূলক হলেও এতে আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং ২০২৪ সালের জুলাইয়ের ‘গণহত্যা’ ইস্যুতে বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে।
সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির মধ্যে কিছুটা মতানৈক্য দেখা দিলেও এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
কেকে/এএম