গাজীপুরের টঙ্গীর শালিকচূঁড়া বাঁশপট্টি এলাকার একটি ড্রেন ভরাট করে আবাসন প্রকল্পের রাস্তা তৈরি করা হয়। নগরবাসীর জলাবদ্ধতা নিরসনে ড্রেন উদ্ধারে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত দখলমুক্ত এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গাজীপুরের সিটি করপোরেশনের টঙ্গীর শালিকচূঁড়া বাঁশপট্টি এলাকায় দীর্ঘ দিন ধরে একটি ড্রেন মাটি ভরাট করে দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা ও রাস্তা নির্মাণ করে একটি ভূমিদস্যু চক্র। ফলে নগরীর ৫০, ৫১, ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডের পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়। এতে কয়েক লক্ষ্য মানুষ জলাবদ্ধতার শিকার হন। পানি প্রবাহ নির্বিঘ্ন করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেকু দিয়ে পাইপ ও অন্যান্য নির্মাণ সামগ্রী সরিয়ে ড্রেনটি পুনরুদ্ধার করা হয়।
কেকে/এজে