নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর ভাসানচর-জনতা বাজার ঘাট রুটের করিম বাজার এলাকা যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় হাসিনা খাতুন (২৫) নামের এক রোহিঙ্গা নারীর মৃতদেহ লক্ষ্মীপুরের রামগতি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের নায়েক সাইফুল ইসলাম ও রোহিঙ্গা শিশু তামিম (৩) এখনও নিখোঁজ রয়েছে।
রোববার (১ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদী সংলগ্ন বিবিরহাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসিনা খাতুন ভাসনচর রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্পের ৬১নং ক্লাস্টারের আবুল হাসানের মেয়ে।
মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দিন।
প্রসঙ্গত, গতকাল শনিবার বিকেলে হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে আসার পথে মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ৩৫জন জীবিত ও নারীসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শিশুসহ দুইজন।
কেকে/ এমএস