আজ ৩০ মে ২০২৫ শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত’র ৫ম মৃত্যুবার্ষিকী।
৩০ মে ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ’এ তিনি ইন্তেকাল করেন এবং সেদিনই বিকালে রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ১১ ফেব্রুয়ারি ১৯৫৪ সালে ঢাকার নাখালপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত ব্যক্তি জীবনে একজন সফল উদ্যোক্তা, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশে কর্মমুখী শিক্ষার বাস্তবায়ন তথা কর্মসংস্থানের লক্ষ্যে তিনি শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লি., দৈনিক আজকের প্রত্যাশা, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ইন্সটিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শিশু ও বয়স্ক পুনর্বাসন কেন্দ্র শান্তনিবাসসহ একাধিক মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন।
দিবসটি উপলক্ষ্যে অন্যান্য বছরের ন্যায় এবারো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রি বিতরণ ও শিশুদের ব্রেইন টিউমার অপসারণ ও রেডিয়েশন থেরাপীর মাধ্যমে ব্রেইন টিউমার চিকিৎসা, চক্ষু চিকিৎসা প্রদান, গাজিপুরের সিনবাহে ইমামুল কবীর জামে মসজিদ সংলগ্ন কবরস্থান উদ্বোধন, মরহুমের বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে দু’দিনব্যাপী কোরআন খতম, কবরে পুস্পস্তপক অর্পণ, কাগজে শ্রদ্ধাঞ্জলী প্রকাশ, স্মরণসভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে তার পরিবার ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনসহ অন্যান্য প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
কেকে/ এমএস