বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫,
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
শিরোনাম: আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার      দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন      দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান      জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে: তারেক রহমান      ঈদে সংবাদপত্রের ছুটি ৫ দিন      হাইকোর্টে তারেক রহমান-জুবাইদার সাজা বাতিল      সচিবালয়ে সংকট: প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরলে সিদ্ধান্ত      
রাজধানী
বেবিচকে কর্মশালা শেষে ১৫০ সনদ বিতরণ
মাহফুজুল আলম খোকন, উত্তরা (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৪:০৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য সিভিল এভিয়েশন একাডেমি কর্তৃক পরিচালিত ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ও বেসিক অফিস ম্যানেজমেন্ট কোর্সের সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বেবিচক সদর দপ্তরস্থ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করেন।

কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে এ সনদ তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী

প্রধান অতিথি বক্তৃতার শুরুতে ফাউন্ডেশন কোর্স ও বেসিক অফিস ম্যানেজমেন্ট কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এই প্রশিক্ষণের উদ্দেশ্য শুধুমাত্র সনদ অর্জন নয়; বরং প্রশিক্ষণার্থীরা যে জ্ঞান অর্জন করেছে তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল খাতে একটি গুরত্বপূর্ণ পেশাগত যাত্রার সূচনা করবে।

এই যাত্রায় নিষ্ঠা, পেশাদারত্ব এবং নিরাপত্তার প্রতি অঙ্গীকারই তাদের প্রধান মূলনীতি হতে হবে বলেও  তিনি উল্লেখ করেন। প্রধান অতিথি আরও বলেন, সিভিল এভিয়েশন একাডেমি আন্তর্জাতিকভাবে ICAO TRAINAIR PLUS গোল্ড মেম্বারশিপ অর্জন করেছে, যা আমাদের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি। এই অর্জন দেশের বেসামরিক বিমান খাতে প্রশিক্ষণের মান ও গ্রহণযোগ্যতার প্রমাণ।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের সামনে যে দায়িত্ব আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি বিশ্বাস করি, এ একাডেমিতে প্রাপ্ত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা আপনাদের সে দায়িত্ব পালনে প্রস্তুত করেছে। এ সময় তিনি একাডেমির প্রশিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের নিষ্ঠা ও পরিশ্রমই একাডেমির কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করছে এবং দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সনদ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেবিচক-এর সদস্যগণ, বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলকে নিয়ে কুবি প্রশাসনের র‍্যালি
শাদাব ঝড়ে বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান
নীলফামারীতে জেলা পরিষদের সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অনুমোদন

সর্বাধিক পঠিত

জয়পুরহাটে শহর ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
ঈশ্বরগঞ্জে বাসের চাপায় বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৭
বাঞ্ছারামপু‌রে সেতু দখল করে ব্যবসা, ১০ জন‌কে জরিমানা
বাঞ্ছারামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close