পিরোজপুরের ইন্দুরকানিতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোর চক্র জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও তিনটি মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় ইন্দুরকানি থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী পরিবার।
সোমবার (২৬ মে) উপজেলার কালাইয়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন ঘরামীর বাসা খালি থাকায় সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে যেকোনো এ চুরি সংঘটিত হয়। খবর পেয়ে রাতেই ইন্দুরকানি থানা পুলিশ চুরি হওয়া ওই বাড়ি পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে অবসরপ্রাপ্ত শিক্ষক রতন ঘরামির স্ত্রী পরিবার কল্যাণ সহকারী মাধুরী রানী সাংবাদিকদের জানান, গতকাল সোমবার সকালে মেয়েকে ডাক্তার দেখানোর জন্য পরিবারের সবাই খুলনায় যাই। খুলনা থেকে ডাক্তার দেখানোর পর রাত আটটার পরে আমরা আবার বাসায় ফিরি। এ সময়ের মধ্যে বাসায় কেউ ছিল না। বাসায় ফিরে দেখি রান্না ঘরের পিছনের জানালার গ্রিল কাটা। ভিতরে আলমারির মালামালও এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরচক্র খালি বাসা পেয়ে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চার ভরি স্বর্ণ, ৪০ হাজার টাকা, একটি এন্ড্রয়েড এবং দুটি বাটন ফোন নিয়ে যায়।
ইন্দুরকানি থানার ওসি মো. মারুফ হোসেন জানান, অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাসার চুরির ঘটনাযর অভিযোগ পেয়েছি। চোর চক্রকে ধরতে পুলিশের চেষ্টা চলছে।
কেকে/এএস