দীর্ঘ ২৩ বছর পর পেশাদার ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট ফিরে পেল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শুক্রবার (২৩ মে) কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেই এক ম্যাচ হাতে রেখেই বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হয়ে ওঠে সাদা-কালোরা।
এটি তাদের ১৫তম লিগ শিরোপা, তবে বিপিএলে প্রথমবার। সর্বশেষ ২০০২ সালে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এরপর দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান হলো এবার।
খেলা শুরু হওয়ার ৭ মিনিটেই ব্রাদার্স ইউনিয়নের মোহাম্মদ দিয়া গোল করে দলকে এগিয়ে নেন। ২৬ মিনিটে মোহামেডানের মেহেদী হাসান গোল করে সমতা ফেরান। এরপর ৩৯ মিনিটে সোলেমান দিয়াবাতে এবং দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে আবারো দিয়াবাতে গোল করে মোহামেডানকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।
তবে ব্রাদার্সও হাল ছাড়েনি। ৭১ মিনিটে এমফন সানডের গোল এবং ৮৭ মিনিটে আবু সাঈদের গোলে ম্যাচে সমতা ফেরায় দলটি।
এ ম্যাচেই দুই যুগের ক্যারিয়ার শেষে বিদায় নেন ব্রাদার্স ইউনিয়নের অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
ম্যাচ শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি ও প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান মোহামেডানের হাতে বিজয়ীর ট্রফি তুলে দেন। মাঠে উদযাপন হয় সাদাকালোদের পুরোনো গৌরব ফিরে পাওয়ার।
মোহামেডানের শেষ ম্যাচ ২৯ মে গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে ইয়ংমেনস ফকিরেরপুলের বিপক্ষে। তবে তার আগেই নিশ্চিত হয়েছে শিরোপা।
কেকে/এএম