বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      
দেশজুড়ে
গ্রাম আদালত সক্রিয়করণে বাধাগ্রস্ত হলে প্রশাসনকে অবগত করার নির্দেশ
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১০:১২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালতের অগ্রগতি বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টায় সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম আদালত পরিচালনার দায়িত্বরত ইউপি সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প-এভিসিবি-৩ এর উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনার সঞ্চালনায় উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আবদুল্লাহ আল মামুন, এভিসিবি-৩ প্রকল্পের জেলা ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূইয়া। 

উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, “গ্রাম আদালত একটি সরকারি সেবা, ইউনিয়ন পরিষদের অন্যান্য সেবার পাশাপাশি এই সেবা নিশ্চিত করা বাধ্যতামূলক। তাই সকল ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয় করতে হবে। যদি কোন ধরনের বাঁধা আসে তা অবশ্যই প্রশাসনকে অবগত করতে হবে।” গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের মাঝে পৌছে দেয়ার জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিক হতে বলেছেন তিনি। তাছাড়া শালিসের মাধ্যমে মামলা নিষ্পত্তি না করে গ্রাম আদালতে মামলা গ্রহণ এবং নিষ্পত্তির ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য ইউনিয়ন পরিষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। 

প্রতিটি ইউনিয়নে প্রতি মাসে গড়ে ৫টি মামলা গ্রহণ ও ৫টি মামলা নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দেন। যেসব ইউনিয়ন মাসে ৫ এর অধিক মামলা গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন করবে তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান। সপ্তাহে ২ দিন শুনানী করে তার ছবি ও ভিডিও গ্রুপে শেয়ার করার পরামর্শ প্রদান করেন। ইউপি সদস্যদের মামলা পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য ইউনিয়ন ভিত্তিক নন-বাজেটরী ওরিয়েন্টেশন আয়োজনের জন্য উপজেলা কো-অর্ডিনেটরকে নির্দেশনা প্রদান করেন। 

উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রাম আদালতকে সক্রিয় করতে হলে সকলের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। 

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা এবং প্রয়োজনে ইউপি সদস্যদের ভাতা বন্ধের দাবি জানান। গ্রাম আদালত পরিচালনা করে ভালো অর্জনগুলো তুলে ধরার পরামর্শসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। 

প্রকল্পের জেলা ম্যানেজার সাজেদুল আনোয়ার বলেন, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় পার্বত্য অঞ্চল ব্যতীত বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। 

তৃণমুলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন‍্যায় বিচার প্রাপ্তির জন‍্য সরকার গ্রাম আদালতের মাধ‍্যমে বিচারিক সেবা চালু করা হয়েছে। সুরতাং এখানে গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ করে রাখার কোন সুযোগ নাই।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ
জাকসু নির্বাচনে শিবিরের নেতৃত্বে প্যানেল ঘোষণা
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close