বুধবার, ২১ মে ২০২৫,
৭ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

বুধবার, ২১ মে ২০২৫
শিরোনাম: মবের চাপে প্রশাসন      এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে অসহযোগ কর্মসূচির ঘোষণা      ইশরাক হোসেনের মেয়র পদে শপথের আদেশ আগামীকাল      নগর ভবন ছেড়ে মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থান      ইসি পুনর্গঠনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ      স্টারলিংকের সংযোগ নেবেন যেভাবে      গাজায় অনাহারে ৩২৬ ফিলিস্তিনির মৃত্যু      
গ্রামবাংলা
গ্রাম আদালত সক্রিয়করণে বাধাগ্রস্ত হলে প্রশাসনকে অবগত করার নির্দেশ
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১০:১২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালতের অগ্রগতি বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টায় সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম আদালত পরিচালনার দায়িত্বরত ইউপি সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প-এভিসিবি-৩ এর উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনার সঞ্চালনায় উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আবদুল্লাহ আল মামুন, এভিসিবি-৩ প্রকল্পের জেলা ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূইয়া। 

উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, “গ্রাম আদালত একটি সরকারি সেবা, ইউনিয়ন পরিষদের অন্যান্য সেবার পাশাপাশি এই সেবা নিশ্চিত করা বাধ্যতামূলক। তাই সকল ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয় করতে হবে। যদি কোন ধরনের বাঁধা আসে তা অবশ্যই প্রশাসনকে অবগত করতে হবে।” গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের মাঝে পৌছে দেয়ার জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিক হতে বলেছেন তিনি। তাছাড়া শালিসের মাধ্যমে মামলা নিষ্পত্তি না করে গ্রাম আদালতে মামলা গ্রহণ এবং নিষ্পত্তির ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য ইউনিয়ন পরিষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। 

প্রতিটি ইউনিয়নে প্রতি মাসে গড়ে ৫টি মামলা গ্রহণ ও ৫টি মামলা নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দেন। যেসব ইউনিয়ন মাসে ৫ এর অধিক মামলা গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন করবে তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান। সপ্তাহে ২ দিন শুনানী করে তার ছবি ও ভিডিও গ্রুপে শেয়ার করার পরামর্শ প্রদান করেন। ইউপি সদস্যদের মামলা পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য ইউনিয়ন ভিত্তিক নন-বাজেটরী ওরিয়েন্টেশন আয়োজনের জন্য উপজেলা কো-অর্ডিনেটরকে নির্দেশনা প্রদান করেন। 

উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রাম আদালতকে সক্রিয় করতে হলে সকলের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। 

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা এবং প্রয়োজনে ইউপি সদস্যদের ভাতা বন্ধের দাবি জানান। গ্রাম আদালত পরিচালনা করে ভালো অর্জনগুলো তুলে ধরার পরামর্শসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। 

প্রকল্পের জেলা ম্যানেজার সাজেদুল আনোয়ার বলেন, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় পার্বত্য অঞ্চল ব্যতীত বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। 

তৃণমুলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন‍্যায় বিচার প্রাপ্তির জন‍্য সরকার গ্রাম আদালতের মাধ‍্যমে বিচারিক সেবা চালু করা হয়েছে। সুরতাং এখানে গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ করে রাখার কোন সুযোগ নাই।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
শ্রীপুরে আবদ্ধ ঘর থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
গজারিয়ায় অবৈধ বালুমহালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
মবের চাপে প্রশাসন
বেরোবিতে আউটকাম বেসড এডুকেশনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

এখতিয়ার বহির্ভুত সংবাদ সম্মেলনে ধরাশায়ী উদীচীর বদিউর
চুয়াডাঙ্গা পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধারের এক মাস পর সাত সহকর্মীর নামে মামলা
সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, শৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা বরদাশত করা হবে না
ব্যান্ডে লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা
কাপাসিয়ায় ইয়াবাসহ ৬ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close