জামালপুরের মেলান্দহ ও ইসলামপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে তিন শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়।
শনিবার (১৭ মে) রাত ৯টা ১৫ মিনিটে মেলান্দহ উপজেলার ৯ নম্বর ঘোষের পাড়া ইউনিয়নের বাংলা বাজার এলাকায় ঝড় শুরু হয়। দক্ষিণ ঘোষের পাড়া দাখিল মাদ্রাসাসহ স্থানীয়ভাবে ২০-২৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাছপালা উপড়ে পড়ে বহু ঘরচাপা পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল হক।
একই সময়ে ইসলামপুর পৌরসভা, বেলগাছা ও সাপধরী ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে যমুনার দীপচরের জোড়ডোবা, উত্তর জোড়ডোবা, কোদালধুয়া, ভাংবাড়ি, ইন্দুল্যামারী, মণ্ডলপাড়া, আকন্দপাড়া, চরশিশুয়া, কাশারিডোবা ও নামাচর এলাকায় ব্যাপক ক্ষতি হয়।
সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম জানান, রাতে প্রবল ঘূর্ণিঝড়ে ঘরসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, মন্নিয়া, সিন্দুরতলী, শিলদহ ও বরুল এলাকায় লোকজন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।
এ ছাড়া ইসলামপুর পৌর এলাকার ব্যাপারীপাড়ায়ও ঝড়ের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কেকে/এএম