জামাল্পুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া মোড় আলী হোসেনের গোডাউন থেকে ১০২ বস্তা ভিজিএফের চাল জব্দ করেছে যৌথ বাহিনী।
সোমবার (১৯ মে) রাত ১০টার দিকে সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্প ২৬ বীর ইউনিটের লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা স্মৃতি'র উপস্থিতিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে মো. আলী হোসেনের গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ১০২ বস্তা ৫০ কেজি করে ৫২০০ কেজি চাউল জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। পরে জব্দকৃত চাল সহকারী কমিশনার (ভূমি) লিজা স্মৃতি'র উপস্থিতিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি রফিকুল ইসলাম জানান, ১০২ বস্তা চাল জব্দ করে এনে তদন্ত কেন্দ্রে মজুত করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।
কেকে/এআর