মঙ্গলবার, ২০ মে ২০২৫,
৬ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২০ মে ২০২৫
শিরোনাম: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার বিএনপি: সালাহউদ্দিন      কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া      বিএনপি গায়ের জোরে নগর ভবনে আন্দোলন করছে: উপদেষ্টা আসিফ      ৫৪ বছরে নদীর ক্ষতি এক-দেড় বছরে সমাধান সম্ভব না: সৈয়দা রিজওয়ানা      সপ্তম বাংলাদেশি হিসেবে শাকিলের এভারেস্ট জয়      নগরভবন ব্লকেড, গুলিস্তানে যান চলাচল বন্ধ      নুসরাত ফারিয়াকে নিয়ে সংস্কৃতি উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্র উপদেষ্টা      
রাজনীতি
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার বিএনপি: সালাহউদ্দিন
সিলেট ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:০১ পিএম আপডেট: ১৯.০৫.২০২৫ ১১:০৯ পিএম
সিলেটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ছবি : প্রতিনিধি

সিলেটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ছবি : প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের দল। বিএনপি থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে, বিএনপি দুর্বল হলে বাংলাদেশ দুর্বল হবে। বিএনপির জন্ম না হলে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হতো না, বিএনপি সুসংগঠিত না থাকলে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হত না, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হতো না। তাই বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার।

সোমবার (১৯ মে) বিকালে সিলেট বিভাগে বিএনপির নতুন সদস্য সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযুক্ত করে মহান আল্লাহ তায়ার উপর অবিচল আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছিলেন। সংবিধানে ধর্মের ভিত্তিতে সকলের সম-অধিকার প্রতিষ্ঠা করে সকল মানুষের ধর্মীয় চর্চার স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন এদেশে ধর্ম-বর্ণ, ভাষা ও জাতির ভিত্তিতে বিভক্তি হবে না, সবাই বাংলাদেশি।

বিএনপির এ নেতা বলেন, যে মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, যিনি নিজেকে বাংলাদেশি পরিচয় দিবেন, তিনিই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হতে পারবে। এই দেশের প্রতিটি ধূলি কনাকে বিএনপি ধারণ করে, লালন করে। বাংলাদেশে অফিসিয়ালি ১৮ কোটি জনগণ বলা হলেও প্রকৃতপক্ষে তা এখন ১৯ কোটি ছাড়িয়ে গেছে। বিএনপির কি এতো আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে? যেই আওয়ামী লীগের ডিএনএ’তে গণতন্ত্র নাই, তাদেরকে কেন আহ্বান করতে হবে বিএনপির সদস্য হওয়ার জন্য।

৫ আগস্ট বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী। তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত তারা নিজেদের অপকর্মের জন্য কোন অনুসূচনা করেনি বা ক্ষমা প্রার্থনা করেনি। উল্টো তারা গণঅভূত্থানের সময় আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে আখ্যায়িত করছে। তারা কি ভাবে বাংলাদেশ রাজনীতি করতে পরবে। যারা দেশের জনগণকে হত্যা করেছে, পঙ্গু করেছে, গুম, অপহরণ করেছে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশ যেন কোন দিন আর স্বৈরশাসকের বা ফ্যাসিবাদের উৎপাদন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রাসেদুজ্জামান মিল্লাত। বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী ও এম এ মালিক, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  স্বাধীনতা   সার্বভৌমত্ব   পাহারাদার   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তামিমের ফিফটিতে আমিরাতকে ২০৬ রানের লক্ষ্য দিল টাইগাররা
পুশইন ভেবে ভারতীয় নাগরিককে ফেরতের চেষ্টা, সীমান্তে উত্তেজনা
আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে প্রশাসনের ঢেউটিন ও অর্থ বিতরণ
ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় আ. লীগ নেতা কারাগারে
শেরপুরে আকস্মিক বন্যার শঙ্কা

সর্বাধিক পঠিত

ফটিকছড়িতে হেলে পড়া ৭ তলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস
পীরগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, অন্ধকারে বিভিন্ন গ্রাম
মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও নামসর্বস্ব এনজিও
কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীকে জখমের অভিযোগ

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close