আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার খবরে গাইবান্ধার সুন্দরগঞ্জে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টার দিকে সুন্দরগঞ্জ পৌর শহরের বাহিরগোলা মসজিদ মোড় থেকে শিবিরের একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাহিরগোলা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ছাত্রশিবির সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহিন সরকারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক সাগর মিয়া, সহকারী সাহিত্য সম্পাদক আবু রায়হান ইসলাম।
বক্তারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ছাত্র ও জনতা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। সরকার সেই দাবি মেনে নিয়েছে। আওয়ামী লীগ একসময় গণতান্ত্রিক দল ছিল, কিন্তু পরে তা ফ্যাসিবাদী ও জুলুমবাজ দলে পরিণত হয়।
তারা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আগেই এ সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু কোনো অজানা কারণে তারা বিলম্ব করেছে। এতে বোঝা যায়, সরকারের ভেতরেই কিছু উপদেষ্টা ফ্যাসিবাদীদের প্রতি অনুকম্পা দেখিয়ে ষড়যন্ত্র করে চলেছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পক্ষ নেয়, তাহলে তাকে অপসারণ করতে হবে। অন্যথায় ‘জুলাই বিপ্লব’ প্রশ্নবিদ্ধ ও ক্ষতিগ্রস্ত হবে।’
কেকে/এএস