শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
দেশজুড়ে
খাগড়াছড়িতে প্রধান শিক্ষ‌কের প্রহা‌রে ভাঙ‌লো শিক্ষার্থীর দাঁত
খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:২৬ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

প্রাথ‌মি‌কে শিক্ষার্থী নির্যাত‌নের হাড় দিন দিন বে‌ড়েই চল‌ছে। কোন ক্রমেই থামছেনা শিশু‌ নির্যাতন। খাগড়াছ‌ড়িতে প্রধান শিক্ষক ক‌্যাটালিনা চাকমার প্রচন্ড প্রহা‌রে ৫ম শ্রেণীর শিক্ষার্থী বাবলু ত্রিপুরা নামে এক শিক্ষার্থীর নিচের চোয়া‌লের দাঁত ভে‌ঙ্গে যাওয়ার অভিযোগ উ‌ঠে‌ছে।

জেলার গাছবান সরকারী প্রথ‌মিক বিদ‌্যাল‌য়ে এ ঘটনা ঘ‌টে। ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠে।

স‌রেজ‌মি‌নে অনুসন্ধা‌নে জানা যায়, ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর বেলায় গাছবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া বাবলু ত্রিপুরা নামে এক শিক্ষার্থীকে তার পায়ে জুতা না থাকায় প্রধান শিক্ষক ক‌্যাটালিনা চাকমা পিটিয়ে দাঁত ভেঙ্গে দেয়। পরবর্তীতে ঘটনা জানাজানি হলে ২৮ এপ্রিল অভিভাবকবৃন্দ ও পুরো গাছবান এলাকাবাসী প্রধান শিক্ষক ক্যাটালিনা চাকমাকে স্কুলে অবরুদ্ধ করে তার শাস্তি দাবি করেন এবং ক্যাটালিনা চাকমার দ্রুত অপসারণের দাবী তুলেন।

আহত বাবলু ত্রিপুরা জানায়, বৃহস্পতিবার ক্লাসে তার পায়ে বুট জুতা না থাকায় প্রধান শিক্ষক ক্যাটালিনা চাকমা তাকে বই দিয়ে বেধড়ক পিটান। এক পর্যায়ে বইয়ের শক্ত অংশের  আঘাতে নিচের পাটির একটি দাঁত ভেঙ্গে যায়।

গাছবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সকল শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষে মেনুকা ত্রিপুরা পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগে প্রধান শিক্ষক ক্যাটালিনা চাকমার শাস্তি চেয়ে জানান, গত ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার স্কুল চলাকালীন সময়ে পায়ে জুতা না থাকায় বাবলু ত্রিপুরাকে তার প্রধান শিক্ষক ক্যাটালিনা চাকমা পিটিয়ে দাঁত ভেঙ্গে দেয়। পরবর্তীতে ঘটনা সম্পর্কে অবগত হওয়ায় অভিভাবক ও শিক্ষকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। বর্তমানে বাবলু ত্রিপুরা শারীরিক নির্যাতনের জন্য অসুস্থতা ভোগছে। তাই এই ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক ক্যাটালিনা চাকমার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান।

এ বিষয়ে গাছবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানতে গিয়ে প্রধান শিক্ষক ক্যাটালিনা চাকমাকে স্কুলে পাওয়া যায়নি। পরে, মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টায় তিনি জানান, এখন স্কুলের বাহিরে আছেন, ঘটনার বিষয়ে তিনি কথা বলতে পারবেন না। তিনি অন্যত্র স্কুলে বদলির জন্য তদবির করছেন।

খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সমাবেশ চাকমা বলেন, গাছবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাটালিনা চাকমা কতৃক বাবলু ত্রিপুরা নামে এক শিক্ষার্থীকে মারধরে শিক্ষার্থীর দাঁত ভেঙ্গে যাওয়ার ঘটনা সম্পর্কে আমি অবগত হয়েছি। পরবর্তীতে ২৮ এপ্রিল স্কুলের এলাকাবাসী প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখার ঘটনা জানতে পেরে আমি স্কুলে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে শান্ত করার চেষ্টা করি। যেহেতু শিক্ষার্থীদের শারীরিক বা মানসিক আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ তাই বিষয়টি সম্পর্কে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের অপেক্ষায় আছি।

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি, তবে অভিভাবকবৃন্দ খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দিয়েছে জানতে পেরেছি। এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত আসেনি।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা শিক্ষার্থী নির্যাত‌নের ‌অভিযোগ পাওয়ার কথা স্বীকার ক‌রে ব‌লেন, শিক্ষার্থীদের মানসিক বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার কোনো নিয়ম নেই। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   প্রধান শিক্ষ‌ক   প্রহা‌র   শিক্ষার্থী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close