বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      ভারতে আ.লীগের কার্যক্রম বন্ধের আহ্বান, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির      দেশি মাছের প্রজাতি রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা      জুলাইয়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ২৫ শতাংশ       গতি বাড়াতে সমন্বয় টিমের মাধ্যমে কাজ করতে চাই: সমাজকল্যাণ সচিব      হাতি সংরক্ষণে প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা      
অর্থনীতি
উদ্যোক্তাদের বিনিয়োগ সুবিধা নিয়ে এলো জাতিক ক্যাপিটাল
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১০:১৫ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশে ডিজিটাল উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে জাতিক লিমিটেড। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য এক অনন্য সুযোগ হিসেবে সম্প্রতি, জাতিক ক্যাপিটাল নামে একটি নতুন বিনিয়োগ সেবা চালু করেছে। জাতিকইজি’র সেবাগ্রহণকারী মার্চেন্টদের জন্য সুদমুক্ত, নির্দিষ্ট সময়সীমা মুক্ত ও রেভিনিউ-শেয়ারিং ভিত্তিক মডেল ব্যবহার করে এ বিনিয়োগ সেবা প্রদান করা হবে। 

জাতিক ক্যাপিটালের মূল উদ্দেশ্য হচ্ছে- জাতিকইজি প্ল্যাটফর্ম ব্যবহারকারী ডিজিটাল উদ্যোক্তারা যেন তাদের বিক্রয়ের হিসাব ও কার্যক্রমের ওপর ভিত্তি করে স্বচ্ছভাবে বিনিয়োগ পেতে পারেন; নিজেদের ব্যবসার আওতা বৃদ্ধি করতে পারেন এবং একইসাথে, নিজেদের লাভের পরিমাণ বাড়াতে পারেন। এই পদ্ধতির মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক অবস্থানের ওপর ভিত্তি করে ১০ হাজার থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ গ্রহণের সুযোগ পেতে পারেন। সুদমুক্ত ও নির্দিষ্ট সময়সীমা মুক্ত এই বিনিয়োগের অর্থ পরিশোধ করা উদ্যোক্তাদের বিক্রয়ের পরিস্থিতির ওপর নির্ভর করবে। 

‘নো ইন্টারেস্ট, নো ডেডলাইনস, নো পেনাল্টিজ’ এই মূলমন্ত্রকে ধারণ করে ডিজিটাল উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে চায় জাতিক ক্যাপিটাল। এক্ষেত্রে, উদ্যোক্তাকে জাতিকইজি প্ল্যাটফর্মে অন্তত ৪ মাস সক্রিয় থাকতে হবে এবং তাদের বিক্রয় পারফরম্যান্স স্থিতিশীল হতে হবে। এছাড়া, তাদের জাতীয় পরিচয়পত্রের মতো কেওয়াইসি প্রক্রিয়া যথাযথভাবে পূরণ করতে হবে এবং ব্যবসায়ের সঠিক তথ্য সরবরাহ করতে হবে। 

এ বিষয়ে জাতিক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান মনি বলেন, ‘আমরা আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিকশিত হতে চাওয়া উদ্যোক্তাদের সাথে একযোগে কাজ করতে চাই। জাতিকে আমরা বিশ্বাস করি, সফল হতে গেলে একসাথে কাজ করা অত্যন্ত জরুরি। আমরা তাই, আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারী ডিজিটাল উদ্যোক্তাদের সাথে একত্রে বিকশিত হতে চাই। আমরা আমাদের মার্চেন্টদের ব্যবসায়িক সাফল্যের অংশীদার হতে চাই; তাদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করার ক্ষেত্রে অবদান রাখতে চাই।’

প্রযুক্তিগত দক্ষতা না থাকার পরও উদ্যোক্তারা যেন ডিজিটালভাবে বিকশিত হতে পারেন এবং নিজেদের ব্যবসা পরিচালনায় ডিজিটাল মাধ্যমকে অগ্রাধিকার দেয়ার সুযোগ গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে জাতিক লিমিটেড।

প্রসঙ্গত, বাংলাদেশ-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জাতিক লিমিটেড ২০২২ সাল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ডিজিটাল কমার্সে সম্পৃক্ত করতে কাজ করছে। উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা না থাকলেও সহজে ডিজিটাল উদ্যোক্তা হওয়ার সুযোগ প্রদান করছে জাতিক লিমিটেডের প্ল্যাটফর্ম জাতিকইজি। প্রতিষ্ঠানটি ১ লাখেরও বেশি সক্রিয় মার্চেন্টকে ডিজিটাল কমার্সের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। জাতিকইজি একটি অল-ইন-ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ওয়েবসাইট তৈরির সুবিধা, পেমেন্ট গেটওয়ে, ডেলিভারি অপশন, মার্কেটিং টুলস এবং রিয়েল টাইম কাস্টমার সাপোর্টসহ সব ধরনের ডিজিটাল সেবা পাওয়া যায়।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  উদ্যোক্তা   বিনিয়োগ   জাতিক ক্যাপিটাল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি
মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ
ভারতে আ.লীগের কার্যক্রম বন্ধের আহ্বান, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

সর্বাধিক পঠিত

স্যুটার মান্নান হত্যা মামলার আসামি জুয়েল আটক
গতি বাড়াতে সমন্বয় টিমের মাধ্যমে কাজ করতে চাই: সমাজকল্যাণ সচিব
নীলসাগর গ্রুপের ‘ডোর টু ডোর’ প্রকল্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
নওগাঁয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close