ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার বড়জুরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২৫) নামে এক তরুণ ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাইজুল ইসলাম নিজ খেতে ধান কাটতে গেলে তারের সঙ্গে পেঁচিয়ে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তেই তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাইজুল ইসলাম একজন উদীয়মান ফুটবলার ছিলেন। তিনি স্থানীয় পর্যায়ে বেশ পরিচিত এবং প্রশংসিত ছিলেন। ময়মনসিংহ মোহামেডান ক্লাবে ও স্থানীয় আব্দুল হালিম ফুটবল একাডেমির নিয়মিত ফুটবলার ছিলেন। অকাল মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবাইদুল রহমান জানান ‘প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পরিবারের কেনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসীর দাবি, খোলা বৈদ্যুতিক তার ও ত্রুটিপূর্ণ সংযোগের কারণে এমন প্রাণঘাতী দুর্ঘটনা যেন আর না ঘটে, সেজন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
কেকে/এএস