ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭.৬২ এম.এম চায়না ২৮ (আঠাশ) রাউন্ড তাজা গুলিসহ মো. হেলাল (৩৬) ও মো. পলাশ (৩০) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) আনুমানিক বেলা সাড়ে তিনটার দিকে পৌরশহরের মসজিদপাড়া হতে তাদের গ্রেফতার করা হয়।।
গ্রেফতারককৃত দুইজন হলেন, কুমিল্লা কোতয়ালী থানার রেসকোর্স এলাকার ধানমন্ডি ৭নং রোডের মো. কাশেম মিয়ার ছেলে মো. হেলাল (৩৬) ও একই এলাকার মো. রেসুড়ে মিয়ার ছেলে মো. পলাশ (৩০)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, এসআই মো. জয়নাল আবেদীন ও এসআই মো. বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মসজিদপাড়া এলাকায় আইন-শৃঙ্খলা মূলক ডিউটি চলা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু লোক অবৈধ অস্ত্র গুলি নিয়া মসজিদপাড়া এলাকায় অবস্থান করতেছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিউটি টিম অভিযান চালিয়ে আনুমানিক বেলা সাড়ে তিনটার দিকে মসজিদপাড়ার বিল্লাল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হতে তাদের আটক করেন। তাদের দেহ তল্লাশি করে তাদের কাছে ২৮ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। এবং এব্যপারে জড়িত অন্যান্য আসামী ও মূল রহস্য উদঘাটনের জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত সঠিক কোন আইনি পদক্ষেপের বিষয়ে নিশ্চিত করেন নাই পুলিশ। ওসি জানিয়েছেন আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
কেকে/ এমএস