পাবনার ভাঙ্গুড়ায় রেস্টুরেন্টে, মিষ্টি, ঔষধ ও ডেন্টালসহ পাঁচ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (২৩ এপ্রিল) সকালে ভাঙ্গুড়া ও শরৎনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পাবনার সহকারী পরিচালক মো. মহামুদ হাসান রনি। অভিযানে সহযোগিতা করেন জেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন (ক্যাবের) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহাবুব আলম। এ সময় ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ উপস্থিত ছিলেন।
ভোক্তা জানায়, সকালে ভাঙ্গুড়া বাজারে নাবিল ফার্মেসিকে ১০ হাজার টাকা, স্বাদ প্লাস রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিকে ৪ হাজার টাকা, আবেদ ডেন্টাল কেয়ারকে ১০ হাজার টাকা এবং শরৎনগর বাজারে সেলিম সুইটসকে ৪ হাজার টাকা ও মুসলিম সুইটসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে মহামুদ হাসান রনি বলেন, ভাঙ্গুড়া ও শরৎনগর বাজারে রেস্টুরেন্টে, মিষ্টি, ঔষধ ও ডেন্টালসহ পাঁচ প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএম