সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় ইজিবাইকচালক নিহত
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৩:২১ পিএম

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৭) নামে এক ইজিবাইকচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপের হেলপার মো. আলমগীর (২২) কে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম জুয়েল পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামে ইউনুস মাতুব্বরের ছেলে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাইম সিদ্দিক। এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাইম সিদ্দিক জানান, রাতের দিকে একটি ইজিবাইক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে উল্টো পথে আসার সময় একটি পিক ধাক্কা দেয়।
এতে সেই ইজিবাইকের চালক গুরুতর আঘাত পায়। এরপর ঢাকা মেডিকেল নিলে সেখানে সে মারা যায়। ঘটনার সঙ্গে সঙ্গে পিকআপচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং হেলপারকে প্রত্যক্ষদর্শীরা আটক করে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
কেকে/এএস