মঙ্গলবার, ২০ মে ২০২৫,
৬ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২০ মে ২০২৫
শিরোনাম: জামিন পেলেন নুসরাত ফারিয়া      বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু      আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী      দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার বিএনপি: সালাহউদ্দিন      কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া      বিএনপি গায়ের জোরে নগর ভবনে আন্দোলন করছে: উপদেষ্টা আসিফ      ৫৪ বছরে নদীর ক্ষতি এক-দেড় বছরে সমাধান সম্ভব না: সৈয়দা রিজওয়ানা      
গ্রামবাংলা
কুমিল্লার সাবেক এমপি বাহারের বিলাসবহুল বাড়ি জব্দের আদেশ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে থাকা কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, কুমিল্লার মনোহরপুরে অবস্থিত আনুমানিক ৩৮ লাখ টাকা মূল্যমানের ১৫ শতক জমি এবং ১৬ কোটি টাকা মূল্যমানের একটি বাড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাহার ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা মোট ২৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ১১ নভেম্বর বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, কন্যা তাহসীন বাহার সূচনা ও আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

পরবর্তীতে, চলতি বছরের ৩ মার্চ তাহসীন বাহার সূচনার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন আদালত, যেগুলোর মোট জমা ছিল ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা। একই সঙ্গে, ৩২ লাখ টাকা মূল্যমানের জমি এবং ১৪৭৪ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটও জব্দ করা হয়।

এ ছাড়া ১১ মার্চ ঢাকার উত্তরায় বাহার ও তার স্ত্রীর নামে থাকা দুটি ফ্ল্যাটও জব্দের আওতায় আনা হয়। পাশাপাশি তাদের নামে থাকা ব্যাংকের চারটি হিসাব থেকে মোট ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। তদন্তে এসব সম্পদের উৎস ও আয়-ব্যয়ের হিসাব সঠিকভাবে মিলছে না বলেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জামিন পেলেন নুসরাত ফারিয়া
সিঙ্গাইরে তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে হত্যা
বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৩
আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

সর্বাধিক পঠিত

পীরগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, অন্ধকারে বিভিন্ন গ্রাম
মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও নামসর্বস্ব এনজিও
পুশইন ভেবে ভারতীয় নাগরিককে ফেরতের চেষ্টা, সীমান্তে উত্তেজনা
বাঞ্ছারামপুরে যুবদলের উদ্যোগে বিভাগীয় তারুণ্যের সমাবেশ উপলক্ষে সভা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close