বৃহস্পতিবার, ১ মে ২০২৫,
১৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

বৃহস্পতিবার, ১ মে ২০২৫
শিরোনাম: খাদের কিনারে এনসিপি      আমরা ক্ষমতায় গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে: মির্জা ফখরুল      নারী বিষয়ক সংস্কার কমিশনকে আমরা মানি না: জামায়াত আমির      চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে আবেদন      পাকিস্তানি বাহিনীর উপস্থিতি দেখেই পালাল ভারতের যুদ্ধবিমান      জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় দাস      ‘বরাদ্দের অর্ধেকে তিনশ ঘর নির্মাণ করায় সেনাবাহিনীকে কৃতজ্ঞতা’      
গ্রামবাংলা
মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাম পুলিশের বিচারের দাবিতে মানববন্ধন
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ২:৪৮ পিএম  (ভিজিটর : ১০৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদের নতুন ভবন নির্মাণের নামে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রাম পুলিশের সদস্য দেলোয়ারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (২২ মার্চ) সকালে রায়পুর শহিদ ওসমান চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনটি করেন। মানববন্ধন শেষে দেলোয়ার ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে প্রশাসনের সহযোগিতা কামনা করে বক্তব্য দেন ভুক্তভোগী হেলালা উদ্দিন, মাহাদি হাসান আরিফ, মাইনউদ্দিন চিশতী, আবদুল আহাদ মামুন, বিল্লাল হোসেন ও সুমন হাওলাদার প্রমুখ। তারা অভিযোগ করেন, গ্রাম পুলিশ সদস্য দেলোয়ার তিন বছর আগে বিদেশি অনুদানে মসজিদের নতুন ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন মসজিদ থেকে প্রায় ১০ লাখ টাকা সংগ্রহ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কোনো মসজিদে ভবন নির্মাণ হয়নি।

ভুক্তভোগীরা আরো জানান, টাকা ফেরত চাইলে দেলোয়ার বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখান। এ ঘটনায় প্রতারক দেলোয়ারের গ্রেফতার ও আত্মসাত করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তারা।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান জানান, গ্রাম পুলিশ সদস্য দেলোয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে পৃথক পাঁচটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানববন্ধনের বিষয়ে তিনি অবগত নন, তবে খোঁজখবর নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে, তবে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা দ্রুত দেলোয়ারের গ্রেফতার ও টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খাদের কিনারে এনসিপি
শহিদকন্যা লামিয়া ধর্ষণের ডাক্তারি প্রতিবেদনে ৩ জনের আলামত
সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র সীতাকুণ্ড: আসলাম চৌধুরী
ছাত্ররা সরকারের সঙ্গে যুক্ত হয়ে বড় ভুল করেছে: হাবিব-উন-নবী
মৌলভীবাজারে ভুট্টা চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষকরা

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে নারী জাগরণের পথিকৃৎ ইউএনও ফেরদৌস আরা
মানিকগঞ্জে বিল্লাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
পত্নীতলায় নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
খাদের কিনারে এনসিপি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close