নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৩ বেকারিকে জরিমানা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৩:০১ পিএম

ছবি: খোলা কাগজ
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারে নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনে দায়ে তিনটি বেকারিকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভ্রামমাণ আদালত বিবিরহাট বাজারের মমতাজ বেকারিকে ৫০ হাজার, অনিল বেকারিকে ৭৫ হাজার এবং আবুল হোসেন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে বেকারি খাদ্য উৎপাদন করে আসছিল। অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান আরো পরিচালিত হবে।
কেকে/এএস